কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলমের নেতৃত্বে মহামারি করোনা প্রতিরোধে গনসচেতনতামূলক প্রচারনা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বুধবার(২৪ মার্চ) সকাল ১০ টায় কুষ্টিয়া মডেল থানাধীন শহরের রেল গেইট সংলগ্ন মজমপুর এলাকার ১ নং বিটে এবং আলামপুর ইউনিয়নে ১২ নং বিটে জনসচেতনতামূলক প্রচারনাও মাস্ক বিতরণ করা হয়।
এ সময় এসপি মোঃ খাইরুল আলম বলেছেন,”মাস্ক পরার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” মহামারি করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক পরার বিকল্প নেই।আমরা নিজেরা সচেতন হয়ে অন্যকে সচেতন করে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করলে মহামারি করোনার প্রকোপ থেকে রক্ষা পাব।তাই আসুন করোনা প্রতিরোধে আমরা নিজেরা মাস্ক পরিধান করি এবং অন্যকেও মাস্ক পরতে উদ্ধুদ্ধ করে কোভিড মুক্ত বাংলাদেশ গড়ে তুলি।
পরে কুষ্টিয়া মডেল থানাধীন আলামপুর ইউনিয়নের অন্তর্গত ভাদালিয়া বাজার ও আশে পাশের এলাকায় পথ শিশু, স্থানীয় দোকানদার, পথচারী, বিভিন্ন শ্রেণী পেশার শ্রমজীবি মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন এসপি খাইরুল আলম।
এসময়ে অফিসার ইনচার্জ, কুষ্টিয়া মডেল থানা সহ অন্যান্য অফিসার ও ফোর্স, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, প্রিন্ট মিডিয়াসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহন করেন।
এ জাতীয় আরো খবর ....