ডন নিউজ:
দিনবদলের কাগজ দৈনিক আরশীনগর পত্রিকার ২১তম প্রতিষ্ঠাতা বার্ষিকি ২০২১ উপলক্ষে আলোচনা সভা। উ ক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা আতাউর রহমান আতা,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আইনজিবি সমিতির সভাপতি অ্যাডঃ আ,স,ম আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া জেলা ছাত্র লীগের সভাপতি আতিকুর রহমান অনিক। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক ও কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি এর সভাপতি আলহাজ্জ রাশেদুল ইসলাম বিপ্লব, সভাপতিত্ব করেন দৈনিক আরশীনগর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আফরোজা আক্তার ডিউ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজ স্বাধীনতার ৫০ বছর পুর্তি উপলক্ষে দেশে অগ্নিকান্ড, অরাজকতা,টান্ডব,হট্রগল করছে এরা কারা? এরা স্বাধীনতা বিরোধী, পাকিস্তানির দোসর জামাত- বি এন পি হেবাজতের উপর ভোর করে বিশৃঙ্খলা করছে। এরা দেশে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে।বাংলাদেশ গণতন্ত্র রাষ্ট্র, এদেশে সবধর্মের লোক বসবাস করে।যার যার ধর্ম সে সে পালন করবে। এক দেশের প্রধান মুন্ত্রি আরেক দেশে আসতেই পারে। এটাকে ইসু করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা মটেই কাম্য নয়। তাই দেশবাসীকে সচেতন হতে হবে। তিনি দৈনিক আরশীনগর পত্রিকার উত্তর উত্তর সাফল্য কামনা করেন এবং স্বাীনতার সপক্ষে বস্তুনিষ্ঠ সঠিক তথ্য তুলে ধরার আহব্বান জানান। আলোচনা শেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানটি আরো জাকযমক পূর্ণ হয় ও দিন ব্যাপি বিভিন্ন খেলাধুলা,কুইজ প্রতিযোগিতা এবং পুরুষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ করা হয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি