ঢাকা অফিস:
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপির নিজেদের সক্ষমতা নেই, ওরা এখন ধর্মব্যবসায়ী হেফাজত-জামাতের কাঁধে ভর করেছে। তারা ভর করেছে বলেই তারা সরকার পতনের কথা বলছে। ব্রাহ্মণবাড়িয়া লণ্ডভণ্ড করেছে। আরও লন্ডন থেকে বসে এসব সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে হেফাজত-বিএনপি যেই জড়িত থাকুক, আইনের আওতায় এনে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। বুধবার (৩১ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড?িয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিএনপি এসব সন্ত্রাসী কার্যক্রম করেছে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বাংলাদেশ অগ্রগতি বিশ্বের কাছে তুলে ধরার মুহূর্তে এসব কর্মকাণ্ডকে দেশের বিরুদ্ধে যুদ্ধ বলে আখ্যায়িত করেন তিনি। ব্রাহ্মণবাড?িয়া প্রসঙ্গে তিনি বলেন, সব ধরনের তথ্য-উপাত্ত প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবো। আমরা প্রধানমন্ত্রীকে বলবো যে হেফাজত-বিএনপি যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হোক। এটা প্রমাণ করতে হবে, এই স্বাধীন রাষ্ট্রে কোনও ধরনের ধ্বংসাত্মক কার্যকলাপ করা যাবে না। ১৯৭১ সালে যেভাবে ধ্বংসযজ্ঞ করা হয়েছিল, বাড়িঘরে আগুন দিয়েছিল, একইভাবে ২৬, ২৭, ২৮ মার্চ ব্রাহ্মণবাড়িয়ায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এবারের ঘটনায় কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করার কথা জানান বাংলাদেশ আওয়ামী লীগের এই নেতা। এর আগে ব্রাহ্মণবাড়িয়ার হেফাজতের তাণ্ডবে ধ্বংসস্তুপ ও সরকারি-বেসরকারি অফিস পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডাক্তার সেলিম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসেক আহমেদ এমপি, জেলা আ.লীগের সভাপতি রআম চৌধুরী মোকতাদির চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ দলীয় নেতাকর্মীরা।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি