ডন নিউজ
গতকাল ৩১/০৩/২০২১ বিকেলে নিখোঁজ ( ফারহান) কে ১০ লক্ষ টাকা মুক্তিপণদাবিতে অপহরণ করা হয়েছেল। অবশেষে মুক্তিপণ না দিয়েই তাকে উদ্ধার করা হয়েছে। ফারহান ফিরে গেছে তার বাবা মায়ের কাছে। কৌশলে অপহরণকারীর কাছ থেকে ফারহানকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আলমডাঙ্গা থানা পুলিশ। দু:কখজনক হলেও সত্য অপহরণকারী প্রধান হোতা ছিল হারিয়ে যাওয়া ছেলেটির চাচা সুমন ( মুরগী ব্যবসায়ী )। ফারহান নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের অভিযোগের সূত্র ধরে অঅভিযানে নামে পুলিশ। সারারাত অপারেশন চালিয়ে জীবন ঝুকি নিয়ে আসামীদেরকে গ্রেপ্তার করেন আলমডাঙ্গা থানা পুলিশ। সকালে শিশুটিকে পরিবারের কাছে ফিরিয়ে দেন পুলিশ। এ অভিযানে প্রধান আসামী সুমন সহ পাঁচজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে,দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চত করতে দাবী জানিয়েছেন এলাকাবাসী। যেনো আর কোন সন্তানের পরিবারকে এমন হয়রানির শিকার হতে না হয় ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি