ডনডেস্ক:
কুষ্টিয়ার মিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। এসময় দোকান, বাড়ি ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার সময় উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাদিমপুর এবং নওদা খাড়ারা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলেন- ওই এলাকার আতিয়ার রহমানের ছেলে রিপন, লিয়াকত আলীর ছেলে জসিম, সামসের মন্ডলের ছেলে সাহাবুল ও সাহাবুলের ভাই গামা মন্ডল। স্থানীয়রা জানায়, জমিজমা নিয়ে আতিয়ার রহমান ও সামসের মন্ডলের পরিবারের বিরোধ দীর্ঘ দিনের। তার জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় আতিয়ার রহমানের সাথে সামসের মন্ডলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পালটা ধাওয়া এবং ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। আতিয়ার রহমানের বিছালীর গাদায় আগুন লেগে যায় খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের মিরপুর ও ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা ঘটনা স্থান সরজমিন পরিদর্শন করে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। কোনো আপত্তিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা রয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি