নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেস ক্লাবের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, সহ-সভাপতি জাহিদুল হক ডন, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাসান পাপ্পু, সাংগঠনিক সম্পাদক চাঁদ আলী, রাকীব হাসান, প্রচার প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, কোষাধক্ষ্য ওয়ালিদ উজ্জামান শুভ, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ হাসান, ধর্মীয় সম্পাদক সাইফুদ্দিন আল আজাদ, গবেষণা সম্পাদক সুমন মাহমুদ, নির্বাহী সদস্য আব্দুল আলিম, নির্বাহী সদস্য আশরাফুল ইসলাম প্রমুখ। ভায় সর্বসম্মতিক্রমে আগামী ১১ ই এপ্রিল ঘোষিত অভিষেক অনুষ্ঠান বর্তমান করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় স্থগিত করা হয়েছে। এছাড়া ক্লাবের সকল সদস্যদের করোনাভাইরাস প্রতিরোধে সচেতন হয়ে নিজে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে কাজ করছি কাজ করে যেতে হবে। জরুরি সভায় সিদ্ধান্ত মোতাবেক সম্পাদক পর্যায়ে সভা আহ্বান করা হয়েছে। পরবর্তীতে তারিখ জানিয়ে দেয়া হবে।