ডন নিউজ:
বগুড়ার সোনাতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮০ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে সোনাতলা পৌর এলাকার বোচার পুকুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুরের ওসমান গনির ছেলে আশরাফুল ইসলাম (৩৮) ও তার স্ত্রী রুকছানা বেগম (৩৩)। সোনাতলা থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানা পুলিশ পৌর এলাকার বোচার পুকুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে বোচার পুকুর মোড়ে রাজিব এন্টারপ্রাইজ দোকানের সামনে সকাল সাড়ে ১০টার দিকে আন্তজেলা মাদক ব্যবসায়ী আশরাফুল ইসলাম ও তার স্ত্রী রুকসানাকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে অবৈধ ৮০ বােতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সোনাতলা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সােনাতলা থানায় মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। আশরাফুলের নামে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা এবং রুকসানার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি