ঢাকা অফিস:গতকাল রাতে মালয়েশিয়া পুচং পার্বত্য অঞ্চল ফরেস্ট এরিয়া গহীন জঙ্গল থেকে ১০ জন বাংলাদেশি ও ৩৩ জন ইন্দোনেশিয়া সহ ৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। এরমধ্যে ১ জন ইন্দোনেশিয়া মহিলা ছিল। যাদের বয়স ২৫-৫০ বছর। ইমিগ্রেশন পরিচালক জেনারেল দাতুক খায়রুল দায়াইমি দাউদ আজ প্রেস বিজ্ঞপ্তিতে বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা গতরাত শুক্রবার ১২.০৫ মিনিটে অভিযান পরিচালনা করি । এই অভিযানে অংশগ্রহণ করেন জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ), মালয়েশিয়া সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম) এবং জাতীয় নিবন্ধন বিভাগ ( জেপিএন) এর সহযোগিতায় তদন্ত শেষে তাদের ধরতে সক্ষম হয়েছি। প্রাথমিক তদন্তে দেখা যায় তাদের কারো কোন বৈধ কাগজ (ভিসা) নেই। এখানে দীর্ঘ দিন ধরে সকল অবৈধ অভিবাসীরা বসবাস করছেন। তাদের থাকার জন্য এই গহীন জঙ্গলে ও আছে বিদুৎ, পানি ও খাবারের ব্যবস্থা, বিদ্যুৎ ও পানির দুটোই ছিল অবৈধ সংযোগ। এই পার্বত্য অঞ্চলে গহীন জঙ্গলে ভিতরে ৩ একর জায়গার উপর নির্মিত হয়েছিল এই ঘর গুলো। এখানে যাহারা থাকতেন তাহারা সবাই নির্মান শ্রমিক ও বিভিন্ন রেস্তোরাঁয় কাজ করত। ইমিগ্রেশন পরিচালক আরো বলনে আটকের পর তাদের জিজ্ঞেসাবাদে করা হলে তারা বলেন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারণে আমরা চাকরি হারিয়েছি।খাবার ও বাসা ভাড়ার টাকা পরিশোধ করতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে পালিয়ে এসে এখানে আশ্রয় নিয়েছি। আমরা ইমিগ্রেশনের স্থানীয় কতৃপক্ষকে অবহিত করব যাতে এই আস্তানাটি যেন ধ্বংস করে দেওয়া হয় এবং মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করে। অবৈধ অভিবাসী আটক, মামলা, ও নিজ দেশে ফেরত, এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে সকল আইনজীবীদের নোটিশ পাঠানো হবে যাতে অবৈধ শ্রমিকদের এবং নিয়োগকর্তাদের পক্ষে সুরক্ষা না দেয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি