কুষ্টিয়া জেলা প্রতিনিধি:-
কুষ্টিয়া জেলা পরিষদ নির্মান কাজে অতিরিক্ত ঢালাই মাখানো করাই চাপানোর কারনে নব্বম তালা থেকে পড়ে একজন তরুন কিশোর নির্মান শ্রমিক নিহত। হয়েছেন।অভিযোগ উঠেছে রাজমিস্ত্রীরির ঠিকাদারের অবহেলার কারনে এমন দুঘর্টনা ঘটেছে বলে তার সঙ্গে কাজ করেন অন্যান্যরা জানান। নিহত তরুন এই কিশোরের নাম মো:আবদুস রসিদ (১৬) সুশিল সমাজের প্রশ্ন শিশু শ্রম অবৈধ্য তা কি তারা জানে না? ছেলে টির বয়স তো ১৮ নিচে কিভাবে এই নির্মান কাজে শ্রমিক হিসাবে কাজ করে। অনেকেই মন্তব্য করেছেন এ যেন বাতির নিচে অন্ধকার।