যশোর প্রতিনিধি:-
যশোরে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। আটকরা হলেন-যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকার শেখ আব্দুল আলিমের ছেলে শেখ শহিদ (৪০) ও মুড়লি জোড়া মন্দির এলাকার শেখ আব্দুল খালেকের ছেলে শেখ আব্দুর রহমান বাবু (৪২)।সোমবার ৫ এপ্রিল দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের ওসি সোমেন দাশ। ডিবি পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি সোমেন দাশের নেতৃত্বে এসআই শামীম হোসেন,এএসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রোববার সন্ধ্যায় যশোর কোতয়ালী মডেল থানাধীন সিভিল সার্জন অফিসের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী শেখ শহিদ ও বাবুকে আটক করা হয়। পরে তাদের নিকট হইতে ২০০পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি সোমেন দাস আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।