ডন ডেস্ক:-
কুষ্টিয়ার কুমারখালী ছেঁউড়িয়া জয়নাবাদ মন্ডলপাড়া ৩৫ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় স্কুলটির নতুন ভবনের অনুমোদন করে সরকার। কিন্তু স্কুল ভবন নির্মানের নামে এখানে কি হচ্ছে? প্রায় ২ মাস যাবত ঠিকাদার ৮/১০ ফুুুট গভীর ও ১০০ ফুট লম্বা এবং ১০০ ফুট চওড়া ফুট মাটি রাঁম্তা ঘেষে ব্যাপক পুকুর করে উধাও।কিন্ত কেন কেউ উত্তর দিতে পারছে না বা এলাকা বাসির জানা নেই। রাস্তা ঘেষে অনেক খানি খোড়ার ফলে যান বাহন যেতে ভয় পাচ্ছে এক ট্রাক চালক বলেন ট্রাক একটু পশে দিয়ে গেলে যেকোন সময় ঘটে যাবে বড় মাপের দুর্ঘটনা। এছাড়া ও স্কুলটির রুমে ঢোকার কোন রকম সুযোগ বা জায়গা নেই। এতো বড় পুকুর করে কাজ এতোদিন কেন বন্ধ জানিনা। এক এলাকাবাসি জানান এখানে আমাদের বাচ্ছারা সব সময় ছুটে বেড়ায় খেলা করে যে কোন সময় পুকুরেরর মধ্যে পরে যাবে বাচ্ছারা। ঘটে যেতে পারে যে কোনন দুর্ঘটনা আর কতো দিন এভাবে থাকবে আল্লাহ জানেন।এক সমাজ প্রধান জানান অনেক দিন হলো উম্মুক্ত ভাবে এতো বড় আকারে পুকুর করে ফেলে রাখাটা বড় বিপদ জনক।সামনে বর্ষা মৌসুম বৃষ্টি হলে যেমন বিশাল আকৃতির পুকুর হবে ঘন বসতি এলাকার বাচ্ছারা বিপদে থাকবে তেমনি শহরের যাওয়ার একমাত্র পিচের রাস্তা টি ১০০% ভেঙ্গে পড়বে তাই যথাযত কর্তৃপক্ষের কাছে অনুরোধ স্কুলের কাজটি অতি জরুরী ভাবে ব্যাবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি