ডন ডেস্ক:-
কুষ্টিয়া পু্লিশ সুপার খাইরুল আলমের নির্দেশে একের পর সফল অভিযান চলছেই। বিশেষ করেন চুরি যাওয়া গরু ফিরে পাওয়া, বিকাশের প্রতারিত টাকা উদ্ধার, চুরি হওয়া মোবাইল, ছিনতাইয়ের মাল উদ্ধার কুষ্টিয়ার মানুষ ক্রমেই অবাক হচ্ছে। কারন ইতোপূর্বে এসব বিষয়ে হয় পু্লিশ গুরুত্ব দেননি অথবা ব্যর্থ হয়েছেন। কিন্তু বর্তমান পু্লিশ সুপার একের পর সফলতার ঝুড়ি পূর্ণ করছেন। যেমন আজও এমন একটি সফলতার গল্প বলবো। হারুন-অর-রশিদ পেশা-মুদিও বিকাশ ব্যবসায়ী,পিং-মোঃ একরাম আলী বিশ্বাস, সাং- সুধিরাজপুর (পোড়াদহ), থানা-মিরপুর,জেলা-কুষ্টিয়া, গত ০২/০৪/২০২১ তারিখ রাত্র ০৮.৫৯ ঘটিকারসময় তাহার নিজ নামীয় পার্সোনাল বিকাশ একাউন্ট হতে ভূলবসত অন্য একটি বিকাশ নাম্বারে২০,৪০০/- (বিশ হাজার চারশত) টাকা চলিয়া যায়। এতদসংক্রান্তে মিরপুর(কুষ্টিয়া) থানায় একটি সাধারণ ডায়েরী করার আবেদনের প্রেক্ষিতে মিরপুর থানার সাধারণ ডায়েরীভুক্ত করা হয়। যাহার (জিডি) নং-১৬৯ তারিখ-০৫/০৪/২০২১। পরবর্তীতে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা ও নির্দেশে জনাব মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা), কুষ্টিয়ার সার্বক্ষণিক তদারকি ও দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়ার এএসআই(নিঃ) মোঃ মামুনুররশিদ ঘটনাটি উদঘাটন পূর্বক দিনাজপুর জেলার সদর থানার অফিসারও ফোর্সের সহায়তায় পারগাঁও গ্রাম হতে ০৯/০৪/২০২১ তারিখরাত্র অনুমান ১০.০০ ঘটিকার সময় উক্ত ২০,৪০০/- (বিশ হাজার চারশত) টাকা উদ্ধার করা হয়।অতঃপর অদ্য ১০/০৪/২০২১ তারিখ ১৩.৪০ ঘটিকায় পুলিশ সুপার মহোদয় উদ্ধারকৃত টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন। বাদীর অনেক কষ্টে উপার্জিত বর্ণিত টাকা পুলিশ সুপার মহোদয়ের সদিচ্ছায় উদ্ধার করে দেওয়ায় মাননীয় পুলিশ সুপার মহোদয় এবং জেলা পুলিশ, কুষ্টিয়া’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।