ডন ডেস্ক:-
কুষ্টিয়া খোকসা উপজেলা বাসষ্টান্ড থেকে গোপন সংবাদ ভিওিতে থেকে ১৪০ বোতল ফেন্সিডিল, ৬ কেজি গাঁজা এবং মাদক বহন কাজে ব্যবহৃত ১টি নোহা মাইক্রোসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ। রবিবার (১১ এপ্রিল) বিকেলে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো, কুষ্টিয়া দৌলতপুর উপজেলার সিরাজনগর গ্রামের মোঃ শানজিদ হোসেন (৪৬) এবং দৌলতপুর উপজেলার বাহিরমাতী গ্রামে পিন্টু (৪০)খোকসা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃকামরুজ্জামান তালুকদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা বাসষ্টান্ডে রাস্তার উপর অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা এবং মাদক বিক্রির কাজে নিয়জিত একটি গাড়ি (ঢাকা মেট্রো-চ-৫১-৬৯৩৮) সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। খোকসা থানায় নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।