ডন ডেস্ক:-
কুষ্টিয়ার দৌলতপুরে প্রবীন আওয়ামীলীগ নেতা শামসুদ্দিন (৮৮) আজ তার নিজ বাসভবন আল্লারদর্গা বাজারে করোনা আক্রান্ত হয়ে ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। প্রবীন আওয়ামীলীগ নেতা শামসুদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি এক শোক বার্তায় গভীর শোক ও সমবেদনা জানান। তিনি বলেন, শামসুদ্দিনের মত এমন ত্যাগী, পরীক্ষিত প্রবীন নেতার শুন্যতা সহজে পূরণ হবার নয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন নিবেদিত প্রাণ কর্মী শামসুদ্দিন স্বাধিকার থেকে স্বাধীনতা সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। একইভাবে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ডাকে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে সোচ্চার ছিলেন শামসুদ্দিন। প্রয়াত প্রবীণ নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি। এছাড়াও কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা পৃথক পৃথক শোক বার্তা জানিয়েছেন।
বার্তা প্রেরকঃ
রাশেদুল ইসলাম বিপ্লব, তথ্য ও গবেষণা সম্পাদক, কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ।