ডন ডেস্ক:-
বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। অর্থাৎ, আগামীকাল বুধবার (১৪ এপ্রিল) থেকে দেশে রোজা পালন শুরু হচ্ছে। তার আগে আজ (মঙ্গলবার) রাতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তারাবি নামাজ আদায় করবেন মুসল্লিরা।চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে আজ (১৩ এপ্রিল) রাত ৭টায় এই তথ্য জানানো হয়।পূর্ব ঘোষণা অনুযায়ী, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়। ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান এতে সভাপতিত্ব করেন।প্রসঙ্গত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ মঙ্গলবার থেকে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। গতকাল সোমবার তারা রমজানের চাঁদ দেখেছে। সাধারণত সৌদি আরবে রোজা শুরুর পরদিন থেকে বাংলাদেশে রোজা শুরু হয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি