ডন ডেস্ক:-
সন্ত্রাসের জনপদ ও মাদকের হটস্পট কুষ্টিয়ার দৌলত- পুর উপজেলার খলিসাকুন্ডি থেকে হঠাৎ করেই গুটিয়ে নেয়া হয়েছে পুলিশ ক্যাম্প। এই পুলিশ ক্যাম্প সরিয়ে নেয়ার ঘটনায় শান্তিপ্রিয় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বাংলাদেশ পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশনা অনুযায়ী ক্যাম্পটি প্রত্যাহার করা হয়েছে। এদিকে খলিসাকুন্ডি পুলিশ ক্যাম্প গুটিয়ে নেয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্য নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। এলাকাবাসী বলছেন, পুলিশ ক্যাম্প তুলে নেয়ায় সেখানে আবারো অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা এই তিন জেলার মধ্য স্থান খলিসাকুন্ডি তাই খুব সহজেই মাদক পাচারের অভয়ারণ্যে পরিণত হয়ে উঠবে। এটিই হচ্ছে ওই এলাকার মাদক পাচারের অন্যতম নিরাপদ রুট!!