ডন ডেস্ক:-
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ খাইরুল আলমের নেতৃত্বে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। বুধবার(১৪ এপ্রিল) সকাল ৬ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কুষ্টিয়া থানা মোড়, বঙ্গবন্ধু মার্কেট, মিউনিসিপ্যাল মার্কেট, একতারার মোড়, সিঙ্গার মোড়, রক্সিগলিসহ আশ পাশ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন আটক করে এবং অকারনে বাইরে বের হওয়া জনসাধারনকে দ্রুত নিজ নিজ ঘরে ফিরে যেতে বাধ্য করে পুলিশ।
এ সময় এসপি মোঃ খাইরুল আলম বলেন,দেশে মহামারি করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকার জনসাধারনকে রক্ষায় কঠোর লকডাউন ঘোষনা করেছে।এ লকডাউন কার্যকর করতে আমরা জিরো টলারেন্স নিয়েছি। আমরা লক্ষ্য করছি যে মানুষ বিভিন্ন অযুহাতে ঘরের বাইরে বের হওয়ার চেষ্টা করছে তাই আমাদের চেকপোস্ট গুলোতে তারা আটকা পরছে।তারা অযুহাত দেখিয়েও এক যায়গা থেকে অন্য যায়গায় যেতে পারছেনা।তবে সরকার ঘোষিত জরুরী সেবাগুলোতে আমরা বাধা দিচ্ছিনা ।সরকার আমাদের যে বিধি নিষেধ দিয়েছেন সেগুলো বাস্তবায়নে এবং লকডাউন কার্যকরে আমরা কঠোর অবস্থানে আছি।আগামী ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত এ লকডাউন কার্যকর করতে মাঠে থাকবে পুলিশ।সুতরাং আপনারা ঘরে থাকুন, অযথা বাহিরে ঘোরাফিরা না করে করোনা প্রতিরোধে নিজে সচেতন হোন।অন্যকে সচেতন করে তুলুন।এ সময় আরও উপস্থিত ছিলেন,কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা)মোঃ ফরহাদ হোসেন খাঁন,অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল মোঃ আতিকুল ইসলাম,কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জসহ কুষ্টিয়া জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি