ডন নিউজ:-
কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশু মুস্তাফিজুর রহমান (১০) ও সিয়াম (১২)। ১৫/০৪/২০২১ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বারদাগ এলাকার একটি পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত দুই শিশু ভেড়ামারা উপজেলার বারদাগ এলাকার মাসুম ও ষোলদাগ এলাকার বকুলের ছেলে এবং তারা সম্পর্কে আপন খালাতো ভাই। স্থানীয়রা জানায়, বারদাগ এলাকায় মুস্তাফিজুর বাড়িতে বেড়াতে গিয়ে সিয়াম ও মুস্তাফিজ বাড়ির পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে গেলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। মৃত সিয়াম ষষ্ঠ শ্রেণী ও মুস্তাফিজ পঞ্চম শ্রেণীর ছাত্র বলে জানাগেছে। দুই খালাতো ভাইয়ের করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।