ডন ডেস্ক:-
কুষ্টিয়ার ভেড়ামারা উপেজেলার সাতবাড়িয়ার মোছাঃ জুলিয়া আক্তার বাংলাদেশ টেলিভিশন বিটিভির নৃত্য শিল্পী হিসেবে তালিকাভুক্ত হওয়ার গৌরব অর্জন করেছেন। সে মোঃ মিরজান বিশ্বাসের কন্যা। জুলিয়া বিটিভিতে ২০২০ সালের নৃত্য শিল্পী নির্বাচনী পরীক্ষা দিয়ে সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হবার প্রেক্ষিতে বাংলাদেশ টেলিভিশনের নৃত্য শিল্পী হিসেবে ‘গ’ শ্রেণীতে জুলিয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বাংলাদেশ টেলিভিশন, ঢাকা কেন্দ্র, রামপুরা, ঢাকা-১২১৯ সূত্রে এই তথ্য জানা গেছে। টিভি কর্তৃপক্ষ ইতিমধ্যেই সংশ্লিষ্ট নৃত্য শিল্পীকে তার তালিকাভুক্ত হবার বিষয়ে চিঠির মাধ্যমে অবগত করেছেন। নৃত্য শিল্পী জুলিয়া আক্তারের এই অর্জন ভেড়ামারার নৃত্য চর্চাকে আরো এগিয়ে নিতে সক্ষম হবে বলে আশাবাদ সাংস্কৃতিক কর্মীদের। এর মাধ্যমে স্থানীয় অনুশীলনরত নৃত্য শিল্পীদের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে। জাতীয় পর্যায় মুখরিত হবে অামাদের গুণী ও জনপ্রিয় শিল্পীদের দাপুটে পদচারণায়।
জুলিয়া তোমাকে অভিনন্দন।