খোকসা প্রতিনিধি:-
অদ্য ইং ১৭/০৪/২০২১ তারিখ বেলা ১৪.৪৫ ঘটিকার সময় পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোঃ আকিবুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) হুসাইন মুহম্মদ ইমদাদুল হক, এএসআই(নিঃ) শাহীন সরদার, এএসআই(নিঃ) নাহিদ নিয়াজ ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানাধীন রতনপুর গ্রামস্থ নির্মাণাধীন রতনপুর জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী ১। সামছুল হক (৪৭), পিতা- ছাকত আলী, সাং-খানপুর, থানা-খোকসা, জেলা- কুষ্টিয়া ২। মোঃ মিলন মোল্লা(৩০), ৩। মোঃ সুমন মোল্লা(২০), উভয় পিতা-মোঃ রহমান মোল্লা,সাং-কামালদিয়া ( ইন্দ্রনারায়নপুর), থানা ও জেলা-রাজবাড়ীদের নিকট হইতে সর্বমোট ৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে । মামলা রুজু প্রক্রিয়াধীন।