ভেড়ামারা প্রতিনিধি:-
প্রতারক চক্রের মূলহোতা যুবলীগ নেতা শরিফুজ্জামান সুমন গ্রেপ্তার,জেলহাজতে প্রেরণ। বিভিন্ন কায়দায় স্থানীয় ব্যবসায়ীদের হয়রানি ও তাঁদের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে (দু'জন ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে) চিহ্নিত প্রতারক চক্রের মূলহোতা শরিফুজ্জামান সুমনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে ভেড়ামারা থানা পুলিশ। দায়েরকৃত লিখিত অভিযোগ, ভেড়ামারা থানা পুলিশ ও এলাকাবাসীর দায়িত্বশীল বিভিন্ন সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত উল্লিখিত শরিফুজ্জামান সুমন, বাহাদুরপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবুল হোসেন'র ছেলে জনি হোসেন ও জুনিয়াদহ ইউনিয়নের মওলা হাবাসপুর গ্রামের মোঃ নাসিম'র স্ত্রী তুলি খাতুন একটি সংঘবদ্ধ প্রতারক চক্র, তারা দীর্ঘদিন ধরে শহরের বিশিষ্ট লোকজনসহ ব্যবসায়ীদের নানাভাবে প্রভাবিত করে, একসময় অনৈকভাবে তাদের ব্ল্যাকমেইলিং করে মোটা অংকের চাঁদা দাবি ও তা আদায়ও করে থাকে। এমতাবস্থায় অতিষ্ঠ হয়ে দু'জন ব্যবসায়ী গত শুক্রবার রাতে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে গতরাতেই অভিযান চালিয়ে প্রতারক চক্রের মূলহোতা মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় গ্রামের সমিতির মোড়ের মৃতঃ আব্দুল বারি'র পুত্র শরিফুজ্জামান সুমনকে গ্রেপ্তার করে। আজ শনিবার ভেড়ামারা থানায় মামলা রুজুর পর (মামলা নং-৮, তারিখঃ ১৭/০৪/২০২১ইং) সুমনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মামলার অন্য দুই আসামী জনি ও তুলি খাতুনকে গ্রেপ্তারে পুলিশী অভিযান চলমান আছে বলে ভেড়ামারা থানা পুলিশের দায়িত্বশীল একাধিক সূত্র নিশ্চিত করেছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি