নিজস্ব প্রতিবেদক:-
বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক জননেতা মাহবুবউল আলম হানিফ এমপি ১৭ এপ্রিল মুজিবনগর দিবসের শ্রদ্ধা জানাতে মেহেরপুরের রওয়ানা হওয়ার প্রাক্কালে সকাল ৯টায় কুষ্টিয়াস্থ নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, হেফাজত ব্রাম্মনবাড়িয়ায় কোন কারন ছাড়ায় ব্যাপক হামলা চালিয়েছে। ইউএনও’র বাসভবনে হামলা করে, ডাকবাংলোয় হামলা চালায়, অস্ত্র লুট করতে থানায় হামলা করে, রেললাইনে অগ্নিসংযোগ করে। প্রেসক্লাব, স্বাস্থ্যকেন্দ্র, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র কোন কিছুই রেহাই পায়নি তাদের হাত থেকে। একই ঘটনা ঘটে চট্টগ্রামের হাটহাজারীতে। বায়তুল মোকাররমেও ব্যাপক হামলা ও ত্রাস সৃষ্টি করে হেফাজত। হেফাজতের সাথে বিএনপির চিহ্নিত নেতাকর্মী এই হামলায় সরাসরি অংশগ্রহন করে। হেফাজত বিএনপি একাকার হয়ে গেছে। যে কারনে মির্জা ফখরুল ইসলাম হেফাজতকে রক্ষার জন্য উঠে পড়ে লেগেছে।এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু, কোষাধ্যক্ষ অজয় সুরেকা, প্রচার সম্পাদক রুহুল আজম, তথ্য ও গবেষণা সম্পাদক হাজী রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুুর রহমান অনিক, সাধারন সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ প্রমুখ উপস্থিত।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি