ডন ডেস্ক:-
কুষ্টিয়া শহর কেন্দ্রিক মঙ্গলবাড়িয়া বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুষ্টিয়ার অভিযান ও জরিমানা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ কুষ্টিয়া উপ-পরিচালক কাজী রকিবুল হাসান অভিযান পরিচালনা করেন। অভিযানটি পরিচালনাকালে তিনি কোভিড 19 করোনা ভাইরাস সম্পর্কে সচেতন এবং প্রতিটা দোকানদারকে পরিষ্কার-পরিচ্ছন্ন সম্পর্কে সচেতনতা তথ্য প্রদান করেন। ভোক্তা অধিকার আইন এৱ মধ্যে যেসব দোকানদারের নিকট মেয়াদ উত্তীর্ণ পণ্য, অবৈধ ব্যবসা, অপরিষ্কার নোংরা থাকলে তাদেরকে সচেতনা এবং জরিমানা করেন। অভিযান চলাকালীন মঙ্গলবাড়িয়া বাজারের মুক্তার কসাই ফ্রিজের বাসি মাংস বিক্রির দায়ে তাকে ১০০০/ টাকা জরিমানা , ফরিদ স্টোরের ফরিদকে মেয়াদ উত্তীর্ণ পণ্য থাকার দায়ে ৫০০/ টাকা জরিমানা , জামাল স্টোরের মালিক মনিরুলকে অপরিচ্ছন্নতা থাকার দায়ে ১০০০/ টাকা জরিমানা করেন। এতে সর্বমোট ২৫০০/ টাকা জরিমানা করেন। অভিযান পরিচালনা কালীন সময় উপস্থিত ছিলেন বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোকারম হোসেন মোয়াজ্জেম,মঙ্গলবাড়িয়া বাজার কমিটির সহ-সভাপতি মোঃ লাভলু,সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম।