চিলমারী (কুড়িগ্রাম )প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়ি কে আটক করেছে চিলমারী মডেল থানা পুলিশ।
জানা যায়, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রমনা ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকায় এসআই আব্দুর রহিম, এসআই আহসান হাবিব, এসআই কাইয়ুম আলী, এএসআই সহিদুল সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে টাকার বিনিময়ে তাস খেলার সময় হাতেনাতে ৪ জন জুয়াড়ি কে আটক করে। এসময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জাম, একটি মোবাইল সেট ও টাকা উদ্ধার করে।
আটকৃতরা হলেন ঐ এলাকার মোঃ আব্দুস সালাম (২৭), মোঃ মশিউর রহমান (২৯), মোঃ রিপন মিয়া (৩৪), মোঃ শাহ জামাল (৪০)। জুয়া আইনে মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল ইসলাম।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি