ডন ডেস্ক:-
কুষ্টিয়ার কুমারখালীতে বিয়ের ২২ দিনের মাথায় নববধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রিমা (১৬) নামের নববধুর লাশ মঙ্গলবার দুপুরে শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম জোড়ারপুর গ্রামের তার স্বামী পিয়াস (১৮) এর ঘর থেকে উদ্ধার করা হয়। নিহতের বাবা রেজাউল বলেন, ২২ দিন আগে রিমা ও পিয়াসের পারিবারিক ভাবে বিয়ে হয়। রিমা'র আগেও একটা বিয়ে হয়েছিল। পূর্বের বিয়ে নিয়ে পরিবারে অশান্তি ছিল। এরমাঝে আজ মঙ্গলবার সকালে সাড়ে ১১ টার দিকে লোকমুখে মেয়ের মৃত্যুর খবর পাই। খবর পেয়ে মেয়ের শ্বশুড় বাড়ি এসে দেখি মাথায় পানি ঢালছে লোকজন। এরপর গ্রাম্য ডাক্তার এসে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা আরো বলেন, মেয়েকে তার স্বামী, শ্বশুড় - শ্বাশুড়ী মিলে হত্যা করেছে। হত্যার পর ঝুলিয়ে আত্মহত্যার গল্প শোনাচ্ছে।কুমারখালী থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, শ্বশুড় বাড়ি থেকে কিশোরী বধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি