মেহেরপুর প্রতিনিধি:-
মেহেরপুর ছিনতাই-ডাকাতিসহ ৮ মামলার আসামি আলামিন হোসেনকে (২৪) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে সদরের উত্তর শালিকা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আলামিন ওই গ্রামের আবেদ আলীর ছেলে।ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম জানান, ছিনতাই ডাকাতিসহ একাধিক মামলার আসামি উত্তর শালিকা গ্রামের একটি কলাবাগানে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বৈকন্ঠপুর পুলিশ ক্যাম্পের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। সদর থানায় তার নামে মামলা থাকায় তাকে হস্তান্তর করা হয়েছে।
সদর থানার ওসি শাহ দারা খান জানান, আলামিনের নামে সদর থানাসহ বিভিন্ন থানাতে বেশ কয়েকটি মামলা রয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার তাকে আদালকে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাত ১১টার দিকে, নওপাড়া-ধলা সড়কে একটি আলগামন, মোবাইলসহ প্রায় ২ লাখ টাকা মালামাল ছিনতাই মামলার আসামি আলামিন। তার নেতৃত্বে ও এলাকায় চুরি ডাকাতি, ছিনতাই ও মাদকের একটি বড় সিন্ডিকেট রয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি