মহেশপুর প্রতিনিধি:-
ঝিনাইদহের মহেশপুর উপজেলা পাড়ার বাড়ির সিমানায় প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে জহির উদ্দিন ও তার স্ত্রী মোছাঃ- রেহেনা খাতুন (২৬)কে বেদম মারপিট সহ রক্তাক্ত জখম করে আহত করেছে। এঘটনায় প্রতিবেশীরা তাদেরকে দ্রত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। হাসপাতালে চিকিৎসাধীন জহির উদ্দীনের স্ত্রী মোছাঃ- রেহেনা খাতুন এবং জহির উদ্দীন জানান মহেশপুর উপজেলা পাড়ার নিজ নামে ক্রয় সুত্রে জমি ভোগ দখল করে দীর্ঘ গত ২০ বছর যাবত ঘর নির্মান করে বসবাসত করে আসছি। গত ১৯ এপ্রিল তার দখলীয় বসত বাড়ির সিমানায় তার আপন ভাই বোন ও ভগ্নিপতি মিলে জোর পুর্বক তার দখল সিমানার মধ্যে পাকা প্রাচীর দিতে গেলে জহির উদ্দিন তার বাঁধা দেওয়ায় তার ভাই বোন এবং ভগ্নিপতি তাদের স্বামী স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে তাদেরকে কোঁদাল, কুন্নি, শাপোল ও ইট দিয়ে বেদম মারপিট সহ রক্তাক্ত জখম করে। এসময় প্রতিবেশীরা তাদেরকে দ্রত উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা দুজনেই বর্তমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জহির উদ্দিন বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে।