ডন ডেস্ক:-
কুমারখালীতে মধুরুচি আইসক্রিম কারখানায় অভিযান, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপাদান ব্যবহার করে আইসক্রিম নোংরা রুমের মধ্যে ঘনচিনি, স্যাকারিন, খাওয়ার অনুপযোগী রঙ, অ্যারারুট, সুইটিক্স ও ফ্লেভার দিয়ে তৈরী করে বাজারজাত করার অপরাধে আইসক্রিম কারখানাটিতে এসিল্যান্ড তামান্না তাসনিম এঁর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করেন, সেই সাথে কারখানাটিও বন্ধ করে দেওয়া হয়।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি