খোকসা প্রতিনিধি:-
কুষ্টিয়া খোকসায় বিলজানি বাজার থেকে বিকেল পৌনে চারটার দিকে বিলজানি বাজার লোকমান হোসেন স্টোরের সামনে থেকে কুষ্টিয়া র্যাব ১২ বিশেষ অভিযান ও খোকসা থানা পুলিশের সহায়তায় মাদক ব্যবসায়ী লিটনের শরীর তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করা হয়। অভিযানে ৩৬০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ পাংশা উপজেলার সারুটিয়া গ্রামের মোঃ তোফাজ্জেল বিশ্বাসের ছেলে মোহাম্মদ লিটন বিশ্বাস (২৭) কেপুলিশ সূত্রে জানা যায় পরিহিত লুঙ্গীর বাম কোচড়ে গোজা ০২টি নীল রংয়ের এয়ার টাইট মোটা ছোট পলিথিনের প্যাকেটে রক্ষিত হালকা কমলা রংয়ের ৩৬০ (তিনশত ষাট) পিচ অ্যামফিটামিন যুক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট। (যাহার ০১টি প্যাকেটে ২০০ পিচ এবং অপর প্যাকেটে ১৬০ পিচ সর্বমোট ৩৬০ পিচ ইয়া ট্যাবেলেট)। যাহার মুল্য অনুমান (এক লক্ষ আশি হাজার) টাকাএ বিষয়ে উপস্থিত সাক্ষী ও স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতার কৃত আসামী দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এর ব্যবসা করিয়া আসিতেছে। ধৃত আসামী অবৈধভাবে অ্যামফিটামিন যুক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রাখিয়া এবং সজ্ঞানে মাদকদ্রব্য সংক্রান্ত অপরাধ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় অপরাধ করিয়াছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের সহিত আলোচনা ও অন্যান্য জায়গায় অভিযান পরিচালনা শেষে খোকসা থানা হস্তান্তর, পরে কুষ্টিয়া জেল হাজতে প্রেরণ করেন।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি