নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া কুমারখালী চাপড়া ইউনিয়নের ছেউড়িয়া লালন শাহ মাজারের দ্বিতীয় গেট সংলগ্নে কমিউনিটি পুলিশ ফোরামের ভিত্তি স্থাপনা আজ বেলা দশটার সময় শুভ উদ্বোধন হয় ।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপড়া ইউনিয়নের কমিউনিটি পুলিশ ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ এনামুল হক মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদবাজার পুলিশ ক্যাম্পের সাব ইন্সপেক্টর সুলতান শেখ, কমিউনিটি পুলিশ ফোরামের যুগ্ন সাধারণ সম্পাদক আলতাফ হোসেন মোল্লা, কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সাহাবুল, আলামিন সহ আরো স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন আমাদের ছেঁউড়িয়ার মানুষরা তাদের কোন কথা থাকলে বা কোন সহযোগিতার প্রয়োজন হলে তারা সরাসরি কমিউনিটি পুলিশ ফোরামের সাথে যোগাযোগ করতে পারবে। তাৎক্ষণিকভাবে তারা প্রশাসনের সার্বিক সহযোগিতা পাবে । এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে আমরা এই জায়গাটা নির্ধারিত স্থান হিসেবে পেয়ে আমরা অনেক আনন্দিত জনগণের সুবিধা অসুবিধার কথা তারা এসে বলতে পারবে দীর্ঘদিনের একটা চাওয়া পূর্ণ হলো আজ।। এ সময় প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।