ডন ডেস্ক:-
কুমারখালী উপজেলায় আশা আইসক্রিম কারখানার অত্যন্ত নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর নিম্নমানের উপাদান ব্যবহার করে তৈরি করা হচ্ছে আশা নামে আইসক্রিম।মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর স্যাকারিন,এ্যারারুট,সুইটিক্স, কাপড়ে মিশানো রং, ভেজাল ভারতীয় গুড়া দুধ ও নোংরা পানি দিয়ে আইসক্রিম তৈরি করে বাজারে সরবরাহ করা হচ্ছে এই ভেজাল কারখানা থেকে। অনুসন্ধানে জানা যায়,বেশ কয়েক বছর পূর্বে কুমারখালী আগ্রাকুন্ডা গ্রামে চয়ন নামে অসাধু ব্যবসায়ী আশা আইসবার নামে গোপন কারখানা স্হাপন করে। অপরিস্কার ফ্লোরে স্বল্প প্রারিশ্রমীকের শিশু শ্রমিক দ্বারা অপরিস্কার হাত-পায়ে তা প্যাকেট করা হয়। আপনি নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করে বাজারজাত করছেন আপনার কোন সমস্যা হয় না এমন প্রশ্ন করলে কারখানারর মালিক চয়ন বলেন অফিসার দের ম্যানেজ করে আমি আমার ফ্যাক্টরি চালাই। দেখেননা আশেপাশে ভ্রাম্যমাণ অভিযান হয় আমার এখানে হয় না।আশা আইসবার ভেজাল আইসক্রিম উৎপাদন রোধে অতিসত্বর ভ্রাম্যমাণ আদালতের অভিযান প্রত্যাশা করছে স্হানীরা।