নিজস্ব প্রতিনিধি:-
কুষ্টিয়া শহরের ২১ নং ওয়ার্ডের মোল্লাতেঘরিয়াতে বেশ কিছু যুবক মাদকের আস্তানা তৈরী করেছে,এলাকার পরিবেশ নষ্ট করে চলেছে। প্রতিদিন সন্ধ্যার পরে গভির রাত পর্যন্ত চলে তাদের এই মাদকের অভয়ারণ্য । তাদের এই মাদকের অভয়ারন্যের স্থান হচ্ছে ২৩ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে এবং ধান/পাটের ক্ষেত। তাদের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করলে, সফল হওয়া যাচ্ছে না, তাদের ইন্ধনদাতাদের জন্য। বেশ কিছু কথিত বড় ভাইদের কল্যানে তাদের কার্যক্রম দিনে দিনে বেড়েই চলেছে। স্থানীয় কিছু প্রতিবাদি যুবক প্রতিবাদ করলে তাদের পড়তে হয়েছে নানা মুখি সমস্যায়। স্থানীয় সুত্রে জানা যায়, মাদক সেবীরা মাঝে মাঝেই এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়, এছাড়া ও এলাকায় চুরি এবং অপর্মের ঘটনা পরিমান ও দিন দিন বাড়ছে।