নিজস্ব প্রতিনিধি:-
আজ দুপুরে কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লবের চা খাওয়ার একটি ছবি ব্যঙ্গ করে পোস্ট করেছে একটি আইডি থেকে। জানা যায় এই ফেসবুক আইডির মালিক কুষ্টিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক জাফর স্যারের বাড়ির কাজের বুয়ার ছেলে। ছেলেটির নাম MD bulbul Alam। তার ফেসবুক আইডির পরিচয়ে লিখেছে কখনো সাংবাদিক কখনো ছাত্রলীগ । আজ সাংবাদিক নেতা রাশেদুল ইসলাম বিপ্লবের চা খাওয়ার ছবি পোস্ট করে মানহানিকর কিছু শব্দ ব্যবহার করেছে। বিএনপি জ্বালাও পোরাও রাজনীতিতে টোকাই ব্যবহার করেছে। কুষ্টিয়ার এ সকল টোকাই যারা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে অচিরেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব বলেন ছবিটি এক সন্ধ্যায় আমার বাসায় চা পান করা অবস্থায় বেলাল তোলে এবং টোকাইকে দিয়ে পোস্ট করিয়েছে।এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার নাম্বার ১১৭৮ তারিখ ২৫/০৪/২০২১। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ শওকত কবীর জানান এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি তোলা ও সরবরাহ, এবং ফেসবুকে পোস্ট করার প্ররোচনার দায়ে বেলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির নেতৃবৃন্দ।