ডন ডেস্ক:-
আজ ২৬/০৪/২০২১ তারিখে কুষ্টিয়া জেলা শহরের মোল্লাতেঘরিয় মোড়, ঢাকা রোডে অবস্থিত কুষ্টিয়া অর্থপেডিক ও জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এমবিবিএস, এমসিপিএস, মেডিসিন ও বক্ষরোগ বিশেষজ্ঞ পরিচয়ধারী ভূয়া ডাক্তার এম.কে এইচ খান বিজয় (৩৭) কে ০২ (দুই) বছরের বিনাশ্রম কারাদন্ড ও সহায়তাকারী মোঃ সায়েদুল ইসলামকে ০১ (এক) লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। কোনো রকম শিক্ষাগত যোগ্যতা ছাড়াই জাল-জালিয়াতির মাধ্যমে সৃজনকৃত সনদের মাধ্যমে তিনি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া শহরের বিভিন্ন ক্লিনিকে নিয়মিত রোগী দেখা সহ বিভিন্ন ধরনের জটিল অপারেশনের কাজও পরিচালনা করে আসছিলো। উক্ত ডাক্তার তার পড়ালেখার যোগ্যতার প্রমাণপত্র হিসেবে এসএসসি পাশের সনদও দেখাতে পারিনি। মূলত সে এসএসসিও পাশ করেনি মর্মে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়৷ জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এর ২৮ (০১) ও (০২) ধারায় উক্ত শাস্তি প্রদান করা হয়। জনাব মেজর মোঃ মাহফুজুর রহমান, কোম্পানি কমান্ডার, র্যাব-১২, কুষ্টিয়া ও তার চৌকস বাহিনী এবং জনাব ডাক্তার মোঃ রাকিবুল হাসান, মেডিকেল অফিসার, সিভিল সার্জনের কার্যালয়, কুষ্টিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷