ডন ডেস্ক:-
লক্ষ্মীপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। রোববার রাত নয়টার দিকে ঢাকা-রায়পুর মহাসড়কে ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই বকুল বেগম নামের ওই বৃদ্ধা নিহত হন। এঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী অন্তর নামের ওই ছাত্রলীগ নেতা। নিহত বকুল বেগম পৌর শহরের বাঞ্চানগর এলাকার ব্যাপারীর বাড়ীর আবুল বাসারের স্ত্রী। আহত মোটরসাইকেল আরোহী অন্তর পশ্চিম লক্ষ্মীপুর এলাকার কবির হোসেনের ছেলে ও ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে ছাত্রলীগ নেতা অন্তর মোটরসাইকেল চালিয়ে পৌর শহর থেকে নিজ বাসায় যাচ্ছিলেন। এসময় ঘটনাস্থল এলাকায় মোটরসাই- কেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ওই বৃদ্ধা মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী অন্তর। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা আহত অন্তরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসীম উদ্দিন জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।