ডন ডেস্ক :-
মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সে কল্যাণ সভা এবং ১৩ঃ০০ ঘটিকায় পুলিশ অফিস সম্মেলন কক্ষে মার্চ/২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ খাইরুল আলম। সভার শুরুতে বিগত মাসের মিনিটস পর্যালোচনা করা হয়। তিনি কনস্টেবল হতে সকল পদবীর পুলিশ সদস্যদের কথা মনোযোগ সহকারে শ্রবন করে এ সংক্রান্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। পুলিশ সুপার কুষ্টিয়া সকল পুলিশ সদস্যের শতভাগ কল্যাণ নিশ্চিত করার কথা ব্যাক্ত করেন। তিনি ইন্সপেক্টর জেনারেল মহোদয়ের পাঁচটি নির্দেশনা অক্ষরে অক্ষরে প্রতিপালন করে কুষ্টিয়া জেলার সার্বিক আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য জোর তাগিদ দেন। পুলিশ সুপার মহোদয় অফিসার ফোর্সদের উদ্দেশ্যে শৃংখলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, গোপনীয়তা রক্ষা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, জনসাধারণের সহিত উত্তম ব্যবহার, সরকারী মালামাল যথাযথভাবে রক্ষনাবেক্ষণ ও সঠিক ব্যবহার নিশ্চিতসহ মাদক, দুর্নীতি পুলিশি হয়রানি ও নির্যাতন মুক্ত, সন্ত্রাস মুক্ত দেশ গঠনে পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেন এবং আইজিপি মহোদয়ের নির্দেশনা মোতাবেক জেলা পুলিশের সার্বিক কল্যাণ নিশ্চিত করণের লক্ষ্যে Police Cooperative Society প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করেন। একই সাথে থানা এলাকায় W/A ভুক্ত আসামী গ্রেফতারের লক্ষ্যে বিট অফিসারদের সকল প্রকার তথ্য সংগ্রহের মাধ্যমে গ্রেফতার এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন, নৈতিকতা বিবর্জিত কাজ বর্জন, জনসাধারণের সাথে উত্তম ব্যবহারের প্রতি নির্দেশনা দেন। অতঃপর কোভিড-১৯ প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সার্বক্ষনিক মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ),মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,মোঃ ইয়াছির আরাফাত, অতিরিক্ত পুশিল সুপার, ভেড়ামারা সার্কেল এবং মোঃ আজমল হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, কুষ্টিয়াসহ জেলা পুলিশের অফিসার ও ফোর্সগণ।