ডন ডেস্ক:-
কুষ্টিয়ার কুমারখালীর শালঘর মধুয়া গ্রামে দু-গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের উপর হামলার সময় গোয়েন্দা পুলিশ হাতে নাতে আটক করে করে নাজমুস সাকিব নামের এক যুবকেক। গ্রেফতারের সময় যুবকের পায়ে কাদা মাটি ও হাতে ইট ছিলো। গ্রেফতারকৃত যুবকের হাতের ইটকে যারা ক্যামেরা বানাচ্ছেন তারা কারা?
এটিএন বাংলার দায়িত্ব পালনকালে গ্রেফতার করা হয়েছে বলে দাবী করা হচ্ছে। তাহলে এটিএন বাংলা কি তাকে হাতে ইট দিয়ে পুলিশের উপর হামলার দায়িত্ব দিয়েছে?কট্টর বিএনপি-জামায়াতপন্থী কতিপয় কথিত সাংবাদিক পুলিশের বিরুদ্ধে নির্যাতনের মিথ্যা অভিযোগ এনে পুলিশ বিরোধী, সরকার বিরোধী ষড়যন্ত্র করছে।কুষ্টিয়ার প্রকৃত পেশাদার সাংবাদিকরা এই ঘটনার সাথে জড়িত ব্যক্তির কপালে সাংবাদিক তিলক লাগানোর অশুভ ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে অপরাধী যেই হোক না কেন কেউ ই আইনের উর্ধ্বে নয়। জানা গেছে বুধবার ভোরে বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া সংঘর্ষ চলাকালীন সময়ে পুলিশ তাকে হাতে নাতে আটক করে।গ্রামবাসী জানায়, ভোরে হাতে ইট নিয়ে কি দায়িত্ব পালন করছিলো সাকিব? গোয়েন্দা পুলিশ তাকে শালঘর মধুয়া ঘটনাস্থল থেকে আটক করে কুমারখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করে। পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা বলেন নির্যাতনের প্রশ্নই ওঠেনা। এ জাতিয় কোন ঘটনা ঘটেনি। মিথ্যাচার করে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় কুচক্রীরা। আমরা আইনের বাইরে যেতে পারবো না। পুলিশ জনগনের জানমাল রক্ষার জন্য আইনী সেবা দিতে বদ্ধ পরিকর।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি