নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামীলীগের দু-গ্রুপের সংঘর্ষে হয়েছে। সংঘর্ষের সময় উভয় পক্ষই পুলিশের ওপর হামলা করে। এতে বাস গ্রাম পুলিশ ক্যাম্পের ফরিদ উদ্দিন নামের এক পুলিশ সদস্য রক্তাক্ত জখম হয়। ঘটনাটি ঘটেছে আজ বুধবার ভোরে। পুলিশ জানায় ঘটনার পর এলাকায় পুলিশি অভিযান শুরু করা হয় । এ সময় খালি পায়ে দৌড়ে পালানো অবস্থায় নাজমুস হাসিব নামের এক যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ। এ সময় আরো কয়েকজনকে আটক করে পুলিশ। কুষ্টিয়ার পুলিশ সুপার খায়রুল আলম জানান হাসিবকে আটক করার পরে কিছু সাংবাদিক তাকে জানিয়েছেন হাসিব এটিএন বাংলার রিপোর্টার তুহিনের ক্যামেরাপার্সন। তবে খোঁজ নিয়ে জানা গেছে ওই ক্যামেরাপার্সনের এটিএন বাংলায় কোন নিয়ম নেই। আর তাকে মারামারি করা অবস্থায় আটক করা হয়েছে। তার কাছে কোন ক্যামেরাও ছিল না। সে স্থানীয় মানুষ এবং সংঘর্ষে লিপ্ত ছিল। যেখানে পুলিশ আহত সেখানে কাউকে ছেড়ে দেওয়ার কোন সুযোগ নাই।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি