গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ কর্মরত কারারক্ষী (নং ১৪০৯০)পিন্টু মিয়াকে ৩২৮ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮ টা সময় কারাগারের মূল ফটক থেকে তাকে আটক করা হয়। পিন্টু মিয়া বগুড়া জেলার সোনালতা থানার পূর্ব টেকানি এলাকার ওয়াহেদ মিয়ার ছেলে। পুলিশ জানায় আজ রাত পৌনে ৮ সময় কারাগারের সদস্যরা তার চলাচলে সন্দেহ হলে দেহ তল্লাশী করে। এসময় তার কাছ থেকে ৩২৮ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে তাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করেন। কারা কর্তৃপক্ষ বিষয়টি তখন কোনাবাড়ী থানায় জানায়। পরে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্ততি চলছে।