রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কুষ্টিয়া শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিগ্রী কলেজ সরকারি করনের দাবি কুষ্টিয়ায় হত্যা মামলার আসামী ইউপি চেয়ারম্যান মিন্টু কারাগারে ভূমিদস্যুরাই এখন বিচারহীন অপরাধী দুই এএসআই হত্যা: আসামি ধরতে গিয়ে ফের পুলিশের ওপর হামলা কুষ্টিয়ায় নিজের গলাই ছুরি চালিয়ে বৃদ্ধার আত্মহত্যা কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-মা ও মেয়ের মৃত্যু চোখের পানি ধরে রাখতে পারছি না বুক ফেটে যাচ্ছে ফায়ার ফাইটার মেহেদী আজাদ ডুবুরি না হয়েও জিবনের ঝুঁকি নিয়ে পানির নিচ থেকে লাশ উদ্ধার করে আগামীকাল থেকে ৩দিন ব্যাপী লালন স্মরণোৎসব শুরু কুষ্টিয়ার ঝাউদিয়ায় দুই গ্রুপের ব্যাপক গোলাগুলি কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে নারীসহ চারজনের মৃত্যু

কলকাতার বিপক্ষে দাপুটে জয় দিল্লির

Reporter Name / ৬৪৮ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ৭:৩১ অপরাহ্ন

নিউজ ডেস্ক:-

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। এউইন মরগ্যানদের বিপক্ষে ৭ উইকেটে জয় নিয়ে মাঠ ছেড়েছে ঋষভ পন্থের দল। বৃহস্পতিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে কলকাতাকে ব্যাট করতে পাঠায় দিল্লি। আগে ব্যাটিং করতে নেমে কলকাতা ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান করে। টার্গেটে খেলতে নেমে ২১ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি। ৪৭ বলে ৪৬ রান করে ধাওয়ান আউট হলে ১৩২ রানে ভাঙে ওপেনিং জুটি। ধাওয়ান থেমে গেলেও থামেননি পৃথ্বী। ১১ চার ও ৩টি ছয়ে ৮২ রান করে জয়ের ভিত গড়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। প্যাট কামিন্সের বলে ৬ হাঁকিয়ে জয় নিশ্চিত করতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন রিশাভ পান্ত। তার ব্যাট থেকে আসে ৮ বলে ১৬ রান। দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন মার্কুস স্টয়নিস (৬) ও শিমরন হেটমায়ার (০)। কলকাতার হয়ে ৩টি উইকেট নেন প্যাট কামিন্স।
এর আগে আন্দ্রে রাসেলের ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে দিল্লি ক্যাপিটালসকে লড়াকু স্কোর দিতে পেরেছে কলকাতা। এডউইন মরগ্যান ০ রানে সাজঘরে ফিরে গেলে ক্রিজে আসেন রাসেল। প্রথম দিকে খেলতে থাকেন ধীরগতিতে। প্রথম ওভার বাউন্ডারি আসে ১৬ বলের সময়। এর আগে ১টি চারও ছিল না।১৮ বলে ১৬ রান করে রাসেল যখন ক্রিজে তখন ইনিংসের বাকি ১৮ বল। এরপরেই শুরু হয় এই ক্যারিবিয়ানের ঝড়। শেষ ৯ বলে করেন ২৯ রান। ৪তি ছয়ে সাজানো সেই ঝড়ে কলকাতার রান দেড়শ পার হয়।ওপেনার নিতিশ রানার ব্যাট থেকে আসে ১২ বলে ১৫ রান। আরেক ওপেনার শুভমান গিল রানের দেখা পেয়েছেন। তবে তার ইনিংসটি ছিল ধীরগতির। ৩৮ বলে করেন ৪৩ রান। ১৭ বলে ১৯ আসে রাহুল ত্রিপাঠির ব্যাট থেকে। টপ অর্ডার ব্যাটসম্যানরা বেশি বল হজম করায় চাপ হয়ে দাঁড়ায় রাসেলদের জন্য। ১০ বলে ১৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন দীনেশ কার্তিক। রাসেলের সঙ্গে ১৩ বলে ১১ রান করে অপরাজিত ছিলেন প্যাট কামিন্স। দিল্লির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন ললিত যাদব ও অক্ষর প্যাটেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর