ডন ডেস্ক:-
আজ রাত ১০ টায় বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পর অবৈধ লাইসেন্স বিহীন বালি টানার ট্রলির আঘাতে হরিপুর বাসীর স্বপ্নের শেখ রাসেল সেতু আজ ক্ষতবিক্ষত, বেশ কয়েকবার নিউজ করা হলেও অদৃশ্য ক্ষমতার বলে পুনরায় অবৈধ যান চলাচলের সুযোগ পাই, এতে হরিপুর এবং কুষ্টিয়া শহরে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করে কারণ প্রায় প্রতিরাতেই দুর্ঘটনায় কবলিত হয় এই অবৈধ যান। হরিপুরে বালির ঘাটে বালি উত্তোলনের ফলে শহরের ভিতরে বেপরোয়াভাবে চলাচল করে বালি না ঢেকে যাওয়া আসা করে, এতে পথ চলতে অনেকের চোখে বালি পড়ে।