ডন ডেস্ক:-
কুষ্টিয়ার খোকসা উপজেলার সাতপাখিয়া গ্রামে ফিতা চুড়ি কে কেন্দ্র করে দুই দফা হামলা উভয়পক্ষের অন্তত চারজন আহত হয়েছে বলে জানা যায়। শনিবার (১ মে) বিকালে উপজেলার সাতপাখিয়া গ্রামের কৃষক সেকেন্দার পরামানিকের জমিতে পানি দোয়া ফিতে পাইপ চুরি করে নিয়ে যায় সন্দেহভাজন একই গ্রামের আছায় প্রমানিকের ছেলে লালন প্রামানির (৩৫) (মেশিন দিয়ে অন্যের জমিতে সেচদেয়) বলে দাবি করে উক্ত কৃষক। ফিতা চুরির বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দেশীয় লাঠিসোটা ও হাসুয়া দিয়ে একে অপরকে আঘাত করে।এতে দুই পক্ষের সেকেন্দার পরামানিক (৪৫), তার ছেলে রমজান প্রামানিক (২১) অপর পক্ষ লালন প্রামানিক(৩৫) ও কাঠমিস্ত্রী মোস্তফা (৩০) আহত হয়। এলাকাবাসীর সহযোগিতায় সন্ধা ৭ টায় উভয়পক্ষের চারজনকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের ডাক্তার এ কে এম সাইদুজ্জামান আহত রোগীদের চিকিৎসা পূর্বক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনা জানার পর তাৎক্ষণিক পুলিশ পাঠিয়েছি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। দোষীদেরকে গ্রেপ্তারপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।