ডন ডেস্ক:-
কুষ্টিয়া ভাদালিয়া এলাকায় পূর্বের শত্রুতার জের ধরে দুজনকে কুপিয়ে আহত ও ফাঁকা রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে সন্ত্রাসীরা। আজ (রবিবার) রাত ১২ টার সময় ভাদালিয়া বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ভাদালিয়া এলাকার এনামুলের ছেলের ও কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নং সদস্যমামুন অর রশিদ এবং তার ভাই আলিম হোসেন।আহত পরিবারের সদস্যরা জানান কুষ্টিয়া শহরে আসার সময় কোন কারন ছাড়ায় সন্ত্রাসীরা তাদের উপর আক্রামন করেন এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণের পর তাদেরকে নিজস্ব প্রাইভেট কার থেকে জোর পূর্বক বের করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুলির শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসলে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। তবে মামুন অর রশিদের অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক।এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির জানান ভাদালিয়া এলাকায় মারামারি ঘটনা ঘটেছে। তবে ফাঁকা গুলির গুলিবর্ষণের কোনো খবর তাঁর জানা নেই। তিনি আরও জানান তদন্ত সাপেক্ষে আইনের আশ্রয় গ্রহণ করা হবে তিনি জানান।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি