নিউজ ডেস্ক:-
কুষ্টিয়ায় অপসাংবাদিকতার বিরুদ্ধে কুষ্টিয়া জেলা ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান ও সাধারন সম্পাদক সালমান শাহারিয়ার রাজুর নেতৃত্বে কু্ষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। কুমারখালীতে অস্ত্রধারীর পক্ষ নিয়ে ভূঁইফোড়দের থানা ঘেরাও-মানববন্ধনে কুষ্টিয়ার মুলধারার সাংবাদিকদের নামে বিষোদগারের প্রতিবাদে ও দুষ্কৃতিকারীদের গ্রেফতার দাবীতে এই
বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান। এতে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সাধারন সম্পাদক জামিল হাসান খান খোকন। প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক সোহেল রানা। বক্তব্য রাখেন কেপিসির সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব, সহ সভাপতি মীর আরেফিন বাবু, কোষাধ্যক্ষ মিলন উল্লাহ, তথ্য ও গবেষণা সম্পাদক ইমরান হাসান পাপ্পু, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ, তৌফিক তপন, সেলিম রেজা বাচ্চু, ইউনাইটেড অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি জাহাঙ্গীর খান, সাধারন সম্পাদক সালমান শাহরিয়ার রাজু, যুগ্ম সাধারন সম্পাদক ফিরোজ কায়সার, মনোয়ার হোসেন মারুফ ,ফয়সাল চৌধুরী রিপন, সাংগঠনিক সম্পাদক চাঁদ আলী (সদর), রাকিবুল হাসান (ইবি), এম এ ওহাব (কুমারখালী), প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ এম বেলাল, তথ্য ও গবেষণা সম্পাদক সুমন মাহমুদ, ধর্মীয় সম্পাদক হাফেজ মাওলানা সাঈফ উদ্দিন আল আজাদ, মহিলা সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস প্রমুখ, কোষাধক্ষ্য এস এম ওয়ালিদুজ্জামান শুভ ।