ডন ডেস্ক:-
করোনাভাইরাসের সংক্রমণ রোধ করতে লকডাউনের মেয়াদ আগামী ১৬ মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে আন্তজেলা বাস-ট্রেন ও লঞ্চ চলাচল করবে না কিন্তু জেলার ভেতর গণপরিবহন চলবে। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বুধবার (৫ মে) এ প্রজ্ঞাপন জারি করে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন কিছু শর্তে ৫ মে মধ্যরাত থেকে ১৬ মে মধ্যরাত পর্যন্ত চলমান বিধিনিষেধ বাড়ানো হলো। জারিকৃত এ প্রজ্ঞাপনে আরও বলা হয়, আন্তজেলা গণপরিবহন বন্ধ থাকবে। তবে আগামী ৫ মের পর যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে জেলার অভ্যন্তরে গণপরিবহন চলাচল করতে পারবে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল আগের মতোই বন্ধ থাকবে।