কুমারখালী প্রতিনিধি:-
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়ন পুঁটিয়া গ্রামে শোবার ঘরে একটি গোখরা সাপ ও ৩৮টি গোখরার ডিম পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঘরের ভেতর থেকে বিষাক্ত সাপটি মেরে উদ্ধার করেন বাড়িওয়ালা জালাল উদ্দিন । এর পর দুপুরেই ঘরের মেঝে খুঁড়ে পাওয়া যায় সাপের ৩৮টি ডিম।
পুঁটিয়া গ্রামের মৃত্যু আব্দুল জলিল উদ্দিনের ছেলে জালাল উদ্দিনের বাড়িতে ডিম ও সাপ পাওয়া যায়।
জালাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে ঘরের খাটের নিচে একটি সাপ দেখতে পায়। তার পর আমার আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের ঠেকে সাপটি মারার চেষ্টা করি। তার পর মাটি খুঁড়ে ৩৮টি ডিম পায়।
স্থানীয় প্রতিবেশী বয়স্ক ব্যক্তিরা জানান, গোখরা বা কিং কোবরা সাপ সাধারণত ঘরের মেঝেতে মাটির নিচে ডিম পাড়ে ও মা সাপটি অাশেপাশে অবস্থান করে। উদ্ধার হওয়া সাপটি গোখরা। কাউকে কামড়ালে নিশ্চিত মৃত্যু হবে তার। সবগুলো ডিম ও মা সাপটিকে লাঠি মেরে মারা হয়েছে।
উপদেষ্টা: বেলাল আহাম্মেদ, প্রকাশক ও সম্পাদক: মোঃ জাহিদুল হক ডন, বার্তা সম্পাদক : যাবির মাহমুদ
সম্পাদকীয় কার্যালয়: মঙ্গলবাড়িয়া বাজার, কুষ্টিয়া।
মোবাইল : ০১৭১২-৮১৪০৫৯,ইমেইল : thedonnews24@gmail.com।
ই-পেপার কপি