ডন ডেস্ক:-
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের র্যাবের একটি চৌকষ অভিযানিক দল অদ্য ০৬ মে ২০২১ ইং তারিখ সময় ১২:৪৫ ঘটিকার সময় কুষ্টিয়া জেলার সদর থানাধীন পৌরসভাস্থ এনএস রোডের লাভলী টাওয়ার সংলগ্ন চৌধূরী প্রেস এর সামনে পাঁকা রাস্তার উপর একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে দেশিয় তৈরী চোলাইমদ-১৭ (সতের) লিটার। যাহার মূল্য অনুমান ৮৫০০/- (আট হাজার পাচঁশত) টাকা, মোবাইল ফোন-০১টি, সীমকার্ড-০২টি, নগদ-১৯০ টাকা সহ ০১ জন আসামী প্রনয়কুমার সাহা (৪২), পিতা-মৃত ক্ষিতিশ চন্দ্র সাহা, সাং-আড়ুয়াপাড়া, থানা- সদর, জেলা-কুষ্টিয়াথেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত সহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার সদর থানায় একটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীথকে কুষ্টিয়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, এই ধরণের মাদক বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২, সিপিসি-১,কুষ্টিয়া বদ্ধপরিকর। র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়াকে তথ্য দিন মাদক,অস্ত্রধারী ও জঙ্গীমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।