নিউজ ডেস্ক:-
আজ ০৬/০৫/২০২১ তারিখে কুষ্টিয়া জেলার আইলচারা জোয়ার্দার পাড়া এলাকায় ”আরএমএম মার্কেটিং কনসেপ্ট” নামক স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে (লটারি) মিথ্যা বিজ্ঞাপণ দ্বারা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়৷ স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে চটকদার মিথ্যা বিজ্ঞাপন (লটারি) ছাপিয়ে গ্রামের সহজ-সরল মানুষকে প্রতারিত করে পণ্য বিক্রয়, ভূয়া লাইসেন্স নম্বর ব্যবহারসহ বিভিন্ন প্রতারণামূলক কর্মকান্ড পরিচালনার দায়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৪ ও ৪৫ ধারায় ৫০,০০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডের শাস্তি প্রদান করা হয়। একই সাথে প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম অবৈধ ঘোষনা করে বন্ধ করে দেওয়া হয়৷
জেলা প্রশাসন, কুষ্টিয়ার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সবুজ হাসান পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে উক্ত শাস্তি প্রদান করা হয়। অভিযান পরিচালনাকালে কুষ্টিয়া জেলা পুলিশ, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুষ্টিয়া ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর, সিভিল সার্জনের কার্যালয়, কুষ্টিয়া সহ আরও অনেকেই সার্বিক সহযোগিতা প্রদান করেন৷
জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷