ডন ডেস্ক:-
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের বাজু মারা গ্রামে নইমূদ্দীন এর পুত্র কামরুজ্জামান ওরফে কামরুল দীর্ঘ দিন মাদক চোরাচালান এর সাথে যুক্ত । ইয়াবা ফেনসিডিল গাজার পাইকারী ব্যবসায়ী হিসেবে এলাকায় চরম কুখ্যাতি রয়েছে।স্হানীয় দের নজরদারীর চাপে কামরুল ব্যবসার প্রসার বাড়াতে জন্ম ভিটা চর চিলমারী ছেড়ে এসে দৌলতপুরে র হোসেনাবাদ হিসনী পাড়ায় পাচ লক্ষ টাকার বিনিময়ে টিনশেডের একতলা বাড়ি ক্রয় করে। হিসনী পাড়ায় থেকে কতিপয় দালালের সহয়তায় পুরোনো মাদক ব্যবসা রমরমা চালাতে থাকে। সহয়াতাকারী দালালরা অর্থ বানিজ্য নেশায় কামরুলের চোরাকারবারী ব্যবসা করতে সহায়তা করে থাকে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। অতিশয় ধুরন্ধর কামরুলের নামে নিজ জেলা সহ দেশের বিভিন্ন জায়গায় চারটি মাদক মামলা রয়েছে।এলাকাবাসীর দাবী মাদক কারবারী কামরুলকে গ্রেফতার করে জিঞ্জাসাবাদে বেড়িয়ে আসবে সহয়তা কারী দের মুখোশ।এলাকাবাসী পুলিশ সুপারের আশু হস্ত ক্ষেপ কামনা করেছে।