ডন ডেস্ক:-
কুষ্টিয়ায় সাতক্ষীরার গোবিন্দভোগ আম অামদানি করছে মেসার্স লাম অালিফ ফল ভান্ডার এর হাবিবুর রহমান হাবিব। জানা যায় এ সাপ্তাহ ধরে এই অাম বিক্রয় করছে কুষ্টিয়া চাঁদসুলতানা স্কুল
গোলির ৫ নং মঃ অাঃ রহিম সুপার মার্কেট কুষ্টিয়ার লাম অালিফ ফল ভান্ডার। গত ৫/৫/২০২১ তারিখ বুধবার প্রতি মণ অাম বিক্রয় করছে পাইকারি ৩৪০০ শত টাকা। যার প্রতি কেজির দাম ৮৫ টাকা। খুচরা ব্যাবসায়ীরা বিক্রয় করছে ১২০ থেকে ১৫০ টাকা কেজি। তবে দাম চড়া হওয়ায় কিনতে পারছেন না সাধারণ ক্রেতারা। কয়জন বলেন, পাঁকা অাম পাওয়া যাচ্ছে দাম অনেক বেশী কিন্তু অামের ভিতর দেখতে সাদা ও টক।প্রশাসনের নির্দেশনা মতো ১ মে (শনিবার) থেকে সাতক্ষীরায় শুরু হয়েছে আম বাজার জাতকরণ। যা ইতোমধ্যে খুলনা বিভাগের সবচেয়ে বৃহৎ আমের আড়ত কদমতলাসহ মহানগরীর বিভিন্ন আমের দোকানে পাওয়া যাচ্ছে। আবহাওয়া আর মাটির গুণাগুণের কারণে দেশের অন্য জেলার তুলনায় সাতক্ষীরার আম আগে ভাগেই পাকে বলে জানান। অন্য কোনো জেলার আম এখনও বাজারে আসেনি।
এবিষয়ে ব্যাবসায়ী হাবিবুরের সঙ্গে কথা বললে তিনি জানান গত কাল বাজার মনিটারিং করতে অাসা কৃষি অফিসার কে জানান এই অাম বিক্রয় করবো কি এবং বিক্রয় করলে প্রশাসন ঝামেলা করবে কি না? কৃষি অফিসার বলেন বিক্রয় করেন তবে উপোযুক্ত অাম। অাজ বাজারে প্রায় ২০০ কেরেট অাম এসেছে মজমপুর ও মঃ অাঃ রহিম সুপার মার্কেট এন এস রোডে । প্রতি কেজি অাম পাইকারী বিক্রয় হচ্ছে ৭৫ / ৮৫ টাকা। এবিষয়ে কুষ্টিয়া জেলার ভোক্তাধিকার সঙ্গে কথা বললে তিনি বলেন,গত কাল অামরা বাজার মনিটারিং করে ব্যাবসায়িদের কাছে অাম পাই নাই। সাতক্ষীরার অাম ঠিক অাছে তবে স্থানীয় ও অন্য জেলার অল্প বয়সে অাম বাজার অাসলে অামরা প্রদক্ষেপ নিবো। যেমন লিচু ব্যাপারে বলা হয়েছে অারোও সাত দিন পরে বাজারে প্রবেশ করবে।